এমন অনেক বিষয় আছে যেগুলো বৈজ্ঞানিক ভাবে ভুল। কিন্তু যুগের পর যুগ মানুষ বিশ্বাস ও চর্চা করে চলেছে বলে সেগুলোই সত্য বলে মনে হয়। খাবার ও রান্নাতেও এমন অনেক পদ্ধতি আছে যেগুলো যুগের পর যুগ ধরে আমরা ভুল জানি। অবাক করা বিষয় হলেও সেগুলোকে কখনোই ভুল বলে মনে হয় না। রান্না ও খাবারের ক্ষেত্রে এমন ৭টি ভুল বিষয় র
অনেক সাপের ক্ষেত্রে দুধ বিষের মতো কাজ করে। কিছু সাপ দুধ খাওয়ার সঙ্গে সঙ্গে মারাও যায়। সাপকে দীর্ঘদিন পানি না পান করানোর পর যেকোনো ধরনের তরল পদার্থ পান করতে দিলে তারা সেটাই পান করে। যারা সাপের খেলা দেখায়, তারা সাপকে দুধ খাওয়ানোর জন্য এই পদ্ধতিই অবলম্বন করে।